gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
গাছ কাইটে ঠান্ডা তলাশ কইরে লাভ কি!
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৯:২৯:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-05-02_6633b1e3024e4.jpg

কয়দিন আগে এক জাগায় যাচ্চি। পতে দেকলাম নতুন কি এট্টা গড়বে সেই জন্যি জাগা চুয়া কত্তি গাছ কাটা চলচে সুমানে। যারা জোন লিবার, গরমের মদ্দি গাছ কাটতি কাটতি হাপায় উইটেচে। এট্টু জিড়োনির জন্যি এট্টা দুডো গাছ যা কাটতি বাকি ছিলো তার তলায় ছায়ায় যাইয়ে জিড়োনির জন্যি বইয়েচে। দৃশ্যডা দেইকে জানের মদ্দি কাইন্দে দেলে। কি আজব দুইনে। যে গাছ কাটতি তুরা আইছিস। সুমানে কুড়োল করাত পুচায়ে উজাড় কইরে দিচ্চিস, আবার এট্টু শান্তির জন্যি, গরমতে বাচার জন্যি আরাক গাছের ছায়ায় বইছিস!
গাছ কাইটে ছায়া আর ঠান্ডা খুজা দেইকে আকাটা মাইরে গেলাম। তামান জাগায় দেকি কোনটোয় উন্নয়নের নামে কিচু হলিই আগে কাটা পড়ে গাছ। সিডা রাস্তা ঘাট হোক কিম্বা দালান কুটা। ভিতির মাটিতি কোপ পড়ার আগে কোপ পড়ে গাছের গুড়ায়। বনতো পিরায় উজাড় হওয়ার জুগাড়। নেই কলিই চলে। আগে সুমাজিক বনায়নের নামে রাস্তার ধারে গাছ লাগানো হইতো। আর একন চার লেন ছয় লেনের নামে চলচে সুমানে উজাড় করার ঘটনা। আগে নিতাগুতা জনপোতনিধিরা চিস্টা দিতো ক্ষেমতাত্তে যাওয়ার আগে জনগনের সুবিদের জন্যি কি কি বয়কা কাজ আছে সে গুলো শেষ কইরে যাওয়া। আর একন চলে ক্ষেমতাত্তে উলার আগেই কনে কোন গাছ কাটা বয়কা থাইকে গেল সিডা কাইটে চুয়া কইরে যাওয়া। আশপাশে ইরাম ঘটনাও নিজির চোকি দেকিচি, গাছ কাটার আগে বা গাছ কাটার পরে নানান দপ্তরের মদ্দি গাছের টাকার হিস্যে নিয়ার জন্যি ধুইতুলি মুইতুলি কত্তি! কোনটোয় তো কোট কাচারি পন্তিক গেছে কাটা গাছের মালিকানা স্বত্তের দাবি নিয়ে। মুতলার ভাগ নিতি সবাই সুচ্চার, কিন্তুক গাছ লাগানোর জন্যি মালিকানা নিয়ে কোন কাইজের ঘটনা আমি কেন আর কেউ শুনেচে ইরাম খবরও কানে আসিনি একনো।
ময় মুরুব্বীগের মুকি শুনিচি কোন গাছ কট্টুক ছায়া দেয় সিডা শুদু তকনই মালুম করা যায়, যকন সেই গাছটা কাইটে ফেলা হয়। চারিদিকি গরম গরম কইরে স¹লি হাতিশ পিতিশ কচ্চে, পানি চুনি শরবেত খাওয়াচ্চে, কিন্তুক গাছ কেউ লাগাচ্চে না। মুক্কু সুক্কু মানুস জ্ঞানের বহর খাটো, তেবে স¹লির কাচে মিনতি করি আমরা অতিথি আসলি ফুল দি, কোন অনুস্টান হলি উপহার দি এই সবের বদলি যদি শুভেচ্চা বা উপহার হিসেবে গাছের চারা দিয়ার চল করা হয়, তালি হয়ত গাছ লাগানোর এট্টা সুমাজিক আন্দোলন গইড়ে উটতি পারে। না হলি ফটক তুলার জন্যি গাছ লাগায়ে কোন লাভ হবে বিলে মনে হয় না।
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝